Mon. Sep 15th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : শারীরিকভাবে অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাস। তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি মেরুদণ্ডের হারক্ষয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন।
শনিবার সকাল ১১টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে একাধিক মামলায় আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বিএনপির এই নেতা। আত্মগোপনে থেকেই ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেন তিনি।
এরপর ৬ জানুয়ারি নাশকতার ২টি মামলা ও প্লট দুর্নীতি সংক্রান্ত আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।