Sun. Sep 21st, 2025
Advertisements

29খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : )অভিনেত্রী সাদিয়া ইসলাম প্রভার জন্য জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে সবসময় নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। সেটা ঘরে হোক কিংবা বাহিরে, সব জায়গাতেই প্রভার ঝামেলায় নাস্তানাবুদ মোশাররফ। যার জন্য এক দণ্ড স্বস্তি মেলে তার। তবে এমন ঘটনা বাস্তবে নয় দেখা যাবে ‘ঝামেলা আনলিমিটেড’ শিরনামের একটি ধারাবাহিক নাটকে।
নাটকটি রচনা করেছেন পরিচালনা আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন শামীম জামান। এ প্রসঙ্গে প্রভা বলেন, মোশাররফ ভাই তুখোড় একজন অভিনেতা। এর আগে তার সাথে অনেক কাজ করেছি। প্রতিবারই দর্শকরা আমাদের সাদরে গ্রহণ করেছেন। তাছাড়া এবারের নাটকটির গল্পটি অনেক মজার। আশা করছি আমাদের জুটির এই নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে।
‘ঝামেলা আনলিমিটেড’ নাটককে মোশাররফ করিম এবং প্রভা ছাড়াও আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, ফারুক আহাম্মেদ, আ খ ম হাসান, সনিয়া হোসেন, তারেক স্বপন, ফজলুর রহমান বাবু, কল্যান কোরাইসি, সঞ্জীব আহমেদ ও আনামানুল হক হেলাল।
নির্মাতা শামীম জামান বলেন, সম্প্রতি এ ধারাবাহিক নাটকের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। খুব শীগগিরই ‘ঝামেলা আনলিমিটেড’ ধারাবাহিকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।