Sun. Sep 21st, 2025
Advertisements

32খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : গত বৃহস্পতিবার পবিত্র শহর মক্কার হারাম শরীফে ভারতের অলরাউন্ডার ইরফান পাঠান সৌদি আরবের বাসিন্দা সাফা বেগমকে বিয়ে করেছেন। দুই পরিবারের সম্মতিতে ইরফান-সাফার বিয়ের সম্পন্ন হয়।
দীর্ঘদিনের বন্ধু সাফা বেগকে কোনো রকম জাকজমক ছাড়াই দুই পারিবারের অংশগ্রহণে বিয়ের পর্ব শেষ করেন এ অলরাউন্ডার।
বিয়েতে ইরফান পাঠানের সঙ্গে উপস্থিত ছিলেন তার বড় ভাই আরেক অলরাউন্ডার ইউসুফ পাঠান।
গত দুই বছর সাফার সঙ্গে প্রেম করার পর অবশেষে বিয়ে দিয়ে শেষ পরিণয় ঘটালো ইরফান।
এরআগে জাতীয় দল থেকে অবসর নেওয়া ইরফান টিভি রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত ছিলেন।