Sat. Sep 20th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : চাঁদের বুকে পা রাখার ৪৫তম বার্ষিকী উদযাপনের পরপরই না ফেরার দেশে পাড়ি জমালেন এডগার ডি. মিচেল। ইতিহাসে তিনি চাঁদে অবতরণকারী ষষ্ঠ ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বৃহস্পতিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নাসার চন্দ্রাভিযানের অংশ হিসেবে ১৯৭১ সালের ৩১ জানুয়ারি অ্যাপোলো-১৪ এ চেপে এডগার ডি. মিচেল চাঁদে পাড়ি জমান। ওই অভিযানে তিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তার সহকারী হিসেবে মিশনে আরও ছিলেন নৌবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন অ্যালান বি. শেপার্ড জুনিয়র।