Sat. Sep 20th, 2025
Advertisements

13খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলটা কেমন হলো? কাদের নিয়ে খেলতে নামবেন গৌতম গম্ভীর? সুনীল নারিনকে কি রেখে দিয়েছে কলকাতা?
কেউ যেন বেঙ্গল টাইগার ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের দলে নিতে না পারে সেজন্য আগে থেকেই তাকে ধরে রেখেছে কেকেআর।
তবে এখনো দল পাননি বাংলাদেশের বাকি তিন টাইগার মুশফিক, সৌম্য, তাসকিন। তবে এখনো আশা শেষ হয়নি তাদের। পরবর্তীতে যেকোনো দল তাদের দলে ভেড়াতে পারবে।
দেখে নিন কেকেআর-এর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অহ্কিত রাজপুত, ব্র্যাড হগ, ক্রিস লিন, কলিন মুনরো, জ্যাসন হোল্ডার, জয়দেব উনাদকঢ়, জন হেস্টিংস, কুলদীপ যাদব, মনন শর্মা, মণীশ পাণ্ডে, মর্নি মর্কেল, পীযূষ চাওলা, আর সতীশ, রবিন উত্থাপ্পা, সাকিব আল হাসান, শেল্ডন জ্যাকসন, সুনীল নারিন, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং ইউসুফ পাঠান।