Sat. Sep 20th, 2025
Advertisements

25খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত ১৭ তলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে দুইদিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন দুইজন। এদের প্রথমজন একজন নারী, যিনি স্বামীর মরদেহের নিচে দুদিন ধরে চাপা পড়েছিলেন। তাদের দুই বছর বয়সী বাচ্চাটি কাছেই মরে পড়েছিল।
পরে একজন পুরুষকেও জীবিত উদ্ধার করে উদ্ধার কর্মীরা। উদ্ধার হবার সময় দুইজনেরই জ্ঞান ছিল। তাদের এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে এখনো পর্যন্ত মোট ৩৫জন নিহত হয়েছেন।
এখনো পর্যন্ত একশোর বেশি মানুষ ঐ ভবনটির ভেতরে এখনো আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঐ ভূমিকম্পে তাইনান শহরের আরও নয়টি বহুতল ভবন হেলে পড়েছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর নিয়ে প্রায় নয়শো সেনা সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানে বড় ধরণের ভূমিকম্পে প্রায় ২৪০০ মানুষের মৃত্যু হয়।