Fri. Sep 19th, 2025
Advertisements

37খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : স্ত্রী সীতার প্রতি অন্যায্য আচরণ করেছেন হিন্দু দেবতা রাম, এমন অভিযোগে দেবতার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছেন ভারতীয় আইনজীবী চন্দন কুমার সিং।
মি. সিং বলছেন, রাবণের কাছ থেকে উদ্ধারের পর রাম সীতাকে তার পবিত্রতার পরীক্ষা দিতে বলেছিলেন। তার মানে সীতাকে রাম বিশ্বাস করেননি। এ আচরণের মাধ্যমেই দেখা যাচ্ছে, নারীর প্রতি কি দৃষ্টিভঙ্গি সেই প্রাচীন সময়েও পোষণ করা হতো। আর বিহারের একটি আদালতকে এই বিষয়টি স্বীকার করে নেবার জন্য আর্জি জানিয়েছেন তিনি।
তবে, বাস্তবসম্মত ফরিয়াদ নয় বলে গত সপ্তাহে সে আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে দেবতার বিরুদ্ধে মামলার বিষয়টি হাস্যকর শোনালেও মি. সিং আবারো এ বিষয়ে মামলা রুজু করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি।
তবে, মি. সিং এ কাজ গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্যই করছেন বলে ধারণা তার সহকর্মীদের অনেকের। আর এই ঘটনার ফলশ্র“তিতে হিন্দু দেবতার মানহানি হয়েছে এমন পাল্টা অভিযোগে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন আরেক আইনজীবী।
হিন্দুদের জনপ্রিয় দেবতা রাম রামায়ণের নায়ক। ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে রামের কোটি কোটি ভক্ত পূজারি রয়েছেন। সূত্র: বিবিসি বাংলা