Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : গুগলে একবার চাকরির সুযোগ পেলে কোটিপতি হতে সময় লাগবে মাত্র এক মাস। অবাক হলেও এটাই সত্যি। গুগল তার ব্রটিশ কর্মচারীদের গড়ে প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা বেতন দেয়। সম্প্রতি গুগল তার আয় ব্যয়ের হিসাব প্রকাশ করলে এমন তথ্যই সামনে আসে। গত ১৮ মাসে গুগল ৪৯০ জন নতুন কর্মচারী নিয়োগ করেছে এবং মোট ২০০০ জন ব্রিটিশ কর্মচারীকে বেতন দিতে খরচ হয়েছে ৫৬২ মিলিয়ন ইউরো। তবে ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ অনেকটাই বেশি।
তিন কোয়ার্টার মিলিয়ে গুগলের খাতায় জমা হয়েছে ১.২ বিলিয়ন ইউরো। গুগলের আয় বৃদ্ধির আরেকটি কারণ হলো করের হারের পার্থক্য। ব্রিটেনের তুলনায় আয়ারল্যান্ডের কর্পোরেট ট্যাক্স প্রায় অর্ধেক। এবং আয়ারল্যান্ডে হেড কোয়ার্টার হওয়ায় আয়ারল্যান্ডের হারেই কর্পোরেট ট্যাক্স দেয় গুগল। যদিও আয়ারল্যান্ডের হারে কর্পোরেট ট্যাক্স দেওয়াকে ‘আনফেয়ার’ মনে করছে ব্রিটেন। গুগলের স্পোকস পার্স্ন অবশ্য বলেন তারা ততটাই ট্যাক্স দিয়েছেন যতটা দেওয়া উচিত।