Sun. Sep 21st, 2025
Advertisements

24খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: রিসোর্টের দুই তলার বেলকোনি লাফিয়ে সুইসাইড করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী প্রভা। কিন্তু লাফিয়ে পরার আগেই তার পাশে দাড়ালেন আনিসুর রহমান মিলন।
প্রভাকে বললেন, ‘দুই তলা থেকে লাফ দিয়ে তো মরবেন না। শুধু হাত পা ভাঙবে। তার চেয়ে আমার সঙ্গে আসুন। সহজে মরার উপায় বাতলে দিচ্ছি।’ সহজে মৃত্যুর আশায় মিলনের পিছু নিলেন প্রভা।
মিলন-প্রভার ছাড়া আরও অভিনয় করেছেন নাজিয়া। নাটকটি রচনা করেছেন এজাজ মুন্না। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
ভ্যালেন্টাইন ডেতে একুশে টিভিতে রাত সাড়ে এগারোটায় প্রচার হবে নাটকটি। এছাড়া পহেলা ফাল্গুনে রাত সাড়ে এগারোটায় প্রচার হবে চয়নিকা চৌধুরীর আরেকটি নাটক ‘তুমি কেমন আছো’। এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ, অপি করিম।