Sat. Sep 20th, 2025
Advertisements

26খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: ছবিতে যাকে দেখছেন তাকে চেনা যায়? কিছু ক্লু দেই। তিনি জার্মানির একজন খেলোয়াড়। খেলেন বায়ার্ন মিউনিখের হয়ে। চিনতে পেরেছেন? আরেকটু পরিস্কার করি।
ব্রাজিল বিশ্বকাপে তার করা একমাত্র গোলে শিরোপা জিতেছিল জার্মানি। এবার চিনেছেন? আচ্ছা বাদ দেন না। তিনি মারিও গোটসে।
বায়ার্ন মিউনিখের হয়ে খেললেও ইনজুরির কারণে গেল অক্টোবর থেকে মাঠে নামতে পারেননি। একজন ফুটবলারের কাছে ফুটবলহীন একটি দিন আসলে খুবই কষ্টের। এতোগুলো দিন মাঠের বাইরে থেকেছেন। তাই নিজেকে প্রফুল্ল রাখতে নানা রংয়ে ঢংয়ে সাজছেন। দিন কয়েক আগে ব্যাটম্যান হয়েছিলেন।
দুদিন আগে সাজলেন জোকার। সেই ছবি ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন।
সম্প্রতি অবশ্য তিনি বায়ার্ন শিবিরে ফিরেছেন। দলের সঙ্গে অনুশীলনও করছেন। শিগগিরই তাকে বায়ার্নের জার্সিতে মাঠে দেখা যাবে।