Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: দেখতে অনেকটা তেলাপোকার মত মনে হলেও এটি আসলে একটি রোবট। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পে আহত হওয়ার পর এটি মানুষকে উদ্ধারে সাহায্য করবে। এমটাই আশা করছেন তারা। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের একটি জার্নালে এই আবিষ্কারের তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষকরা বলছেন, তেলাপোকা যেমন যে কোন ফাঁটল দিয়ে বেড়িয়ে যেতে পারে তেমনি এটি যেকোন ধ্বংস¯‘প বা ময়লার ভিতর দিয়ে যাতায়াত করতে পারবে।
এটার সঙ্গে থাকা ক্যামেরা ধসে পড়া বাড়িগুলোর অলিগলিতে গিয়ে ছবি পাঠাতে পারবে। ফলে ভূমিকম্পের শিকার কোন এলাকায় মাটি বা ভবনের নীচে আটকে পড়াদের কি অবস্থা, তা সহজেই জানা যাবে।
তেলাপোকার মতোই এই রোবটটি গুটি পায়ে যেকোনো জায়গা বা উঁচুতে উঠেতে পারবে।