Mon. Sep 22nd, 2025
Advertisements

37খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: একবিংশ শতাব্দীতে এসে আরও কত আইনের মুখোমুখি আমাদের হতে হবে তা শুধুমাত্র সৃষ্টিকর্তা জানেন। এবার ইতালির এক গৃহিণী যথেষ্ট কাজ না করার জন্য জেলের সাজা খাটছেন। তাকে ইতালির আইন ছয় মাসের কারাভোগের শাস্তি দিয়েছেন। তার স্বামী তার বিরুদ্ধে মামলা করেছেন যে, সে তার পরিবারের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছেন না। সে ঠিকমত ঘর পরিষ্কার করতে পারেন না এবং রান্নাও করে রাখতে পারেন না।
তিনি আরও অভিযোগ করেছেন, ঠিকমত খাবার পরিবেশন না করার দরুন তার পরিবারে প্রতিনিয়ত খাবার নষ্ট করা হচ্ছে। কারণ সেই খাবার অনেকে খেতে পারছেন না।
সেই ব্যক্তি আরও জানান, তার স্ত্রী তাকে দুই বছর ধরে তাকে অন্য ঘরে শোবার জন্য জোর করে। গত দুই বছর ধরে সে প্রতিদিন অপমানের শিকার হচ্ছেন।