Sun. Sep 14th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬: এবার ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’ যারা পাচ্ছেন তারা হলেন বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, ভাষা ও সাহিত্য এবং শিল্পকলায় গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান রাখায় ১৬ জন বিশিষ্ট ব্যক্তি এই সর্বো”চ বেসামরিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এবারের একুশে পদকের জন্য চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেনÑ ভাষা আন্দোলনে অবদানের জন্য চারজন- বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাইদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) এবং ড. জসীম উদ্দিন আহমেদ। শিল্পকলায় অবদানের জন্য পাঁচজন- টিভি ও চল”িচত্রে জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে পন্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক, চিত্রকলায় কাজী আনোয়ার হোসেন (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য মফিদুল হক, সাংবাদিকতায় তোয়াব খান, গবেষণায় অধ্যাপক ডা.এ বি এম আব্দুল্লাহ ও মংছেন চীং মংছিনের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়। এ ছাড়া ভাষা ও সাহিত্যে আছেন তিনজন- জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী। এতদিন একুশে পুরস্কারের জন্য ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ১ লাখ টাকা ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। তবে এবার নগদ টাকার অঙ্কটি বাড়িয়ে ২ লাখ করার সুপারিশ করা হয়েছে।