Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬: চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নতুন কমিটি বাতিল ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার দিনগত গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের ছাত্র লীগের সভাপতি আলমগীর ইসলাম টিপু ও সেক্রেটারি ফজলে রাব্বি সুজন গ্রুপের মধ্যে এ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। হাটহাজারী থানার ওসি মো. সালাহউদ্দিন জানান, মঙ্গলবার গভীর রাতে সংঘর্ষের সময় সোহরাওয়ার্দী হলের ১১১ থেকে ১১৪ নম্বর কক্ষে ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ঐ হলের ছাত্রলীগের সভাপতি সমর্থক মো. আরাফাতের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘর্ষে জড়ায় বলে জানতে পেরেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের ‘সিক্সটি নাইন’ নামের বগিভিত্তিক একটি গ্রুপ সভাপতি টিপুর অনুসারী হিসেবে পরিচিত। আর সাধারণ সম্পাদক সুজনের সমর্থকদের গ্রুপের নাম ‘বিজয়’। সোমবার এই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ জানিয়েছে, কারা সংঘর্ষে জড়িত তা তিন দিনের মধ্যে জানাতে চবি ছাত্রলীগকে নোটিশ দেয়া হয়েছে। তিনদিনের মধ্যে আমরা যথাযথ জবাব না পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেব। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি টিপুর দাবি, মঙ্গলবার রাত পর্যন্ত তিনি কোনো নোটিশ পাননি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন কমিটি গঠন করা হলে পদ নিয়ে গভীর রাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০/১২ জন আহত হয়েছে। পরে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ইসমাইল হোসেনের নের্তৃতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংবাদ লেখা পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। তবে ক্যাম্পসের পরিবেশ এখন শান্ত বলে ওসি জানান।