Xখোলা বাজার২৪, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬: বৃষ্টি হচ্ছে টেলিভিশনের পর্দায় আর সেই বৃষ্টির ফোঁটা এসে পড়ছে দর্শকের মুখে বা হাতে, কিংবা নাটক-সিনেমার কোন দৃশ্যের তুষারপাত বা মরুঝড়ের বাস্তব অনুভূতি পাচ্ছেন টিভির সামনে বসে থাকা দর্শকেরা। ব্রিটিশ বিজ্ঞানিরা এমনই এক প্রযুক্তি তৈরি করছেন যার ফলে দর্শকেরা শুধু টিভিতে দৃশ্যই দেখবেন না বরং সেই দৃশ্যের স্বাদ, গন্ধ এমনকি স্পর্শেরও অনুভূতি পাবেন।
এমনটাই হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের টেলিভিশন ‘ফিলিভিশন’।
টিভির পর্দার চলমান দৃশ্যের সাথে দর্শকের অনুভূতিকে মিশিয়ে দিতে ‘ফিলিভিশন’ প্রযুক্তির ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষকরা।
‘ফিলিভিশন’ প্রযুক্তি তৈরির নেতৃত্বদানকারী গবেষক ড. মারিয়ানা অবরিস্ট জানান, স্পর্শানুভূতি দিতে সক্ষম ‘ফিলিভিশন’ এর মাধ্যমে দর্শকেরা টিভি অনুষ্ঠানের পরিপূর্ণ স্বাদ নিতে পারবেন এবং অনুষ্ঠান নির্মাতারাও দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দিতে সক্ষম হবেন।
গবেষকরা বর্তমানে উ”চমাত্রার আলোকরশ্মি এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিভির সামনে বসে থাকা দর্শকদের স্পর্শানুভূতির দেয়া যায় এমন প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছেন।
অবরিস্ট জানান, ‘ফিলিভিশন’ প্রযুক্তির ফলে দর্শকেরা টিভির সামনে বসেই যেকোন স্থান কিংবা যেকোন দৃশ্যের একেবারে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন যেন তিনি নিজেই সেখানে উপস্থিত।
ছুঁয়ে দেখা যাবে টিভির দৃশ্য
বাংলাদেশ নিউজ২৪ : বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬
ভরষব-(৯)বৃষ্টি হচ্ছে টেলিভিশনের পর্দায় আর সেই বৃষ্টির ফোঁটা এসে পড়ছে দর্শকের মুখে বা হাতে, কিংবা নাটক-সিনেমার কোন দৃশ্যের তুষারপাত বা মরুঝড়ের বাস্তব অনুভূতি পাচ্ছেন টিভির সামনে বসে থাকা দর্শকেরা। ব্রিটিশ বিজ্ঞানিরা এমনই এক প্রযুক্তি তৈরি করছেন যার ফলে দর্শকেরা শুধু টিভিতে দৃশ্যই দেখবেন না বরং সেই দৃশ্যের স্বাদ, গন্ধ এমনকি স্পর্শেরও অনুভূতি পাবেন।
এমনটাই হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের টেলিভিশন ‘ফিলিভিশন’।
টিভির পর্দার চলমান দৃশ্যের সাথে দর্শকের অনুভূতিকে মিশিয়ে দিতে ‘ফিলিভিশন’ প্রযুক্তির ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষকরা।
‘ফিলিভিশন’ প্রযুক্তি তৈরির নেতৃত্বদানকারী গবেষক ড. মারিয়ানা অবরিস্ট জানান, স্পর্শানুভূতি দিতে সক্ষম ‘ফিলিভিশন’ এর মাধ্যমে দর্শকেরা টিভি অনুষ্ঠানের পরিপূর্ণ স্বাদ নিতে পারবেন এবং অনুষ্ঠান নির্মাতারাও দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দিতে সক্ষম হবেন।
গবেষকরা বর্তমানে উ”চমাত্রার আলোকরশ্মি এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিভির সামনে বসে থাকা দর্শকদের স্পর্শানুভূতির দেয়া যায় এমন প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছেন।
অবরিস্ট জানান, ‘ফিলিভিশন’ প্রযুক্তির ফলে দর্শকেরা টিভির সামনে বসেই যেকোন স্থান কিংবা যেকোন দৃশ্যের একেবারে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন যেন তিনি নিজেই সেখানে উপস্থিত।
ছুঁয়ে দেখা যাবে টিভির দৃশ্য
বাংলাদেশ নিউজ২৪ : বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬
ভরষব-(৯)বৃষ্টি হচ্ছে টেলিভিশনের পর্দায় আর সেই বৃষ্টির ফোঁটা এসে পড়ছে দর্শকের মুখে বা হাতে, কিংবা নাটক-সিনেমার কোন দৃশ্যের তুষারপাত বা মরুঝড়ের বাস্তব অনুভূতি পাচ্ছেন টিভির সামনে বসে থাকা দর্শকেরা। ব্রিটিশ বিজ্ঞানিরা এমনই এক প্রযুক্তি তৈরি করছেন যার ফলে দর্শকেরা শুধু টিভিতে দৃশ্যই দেখবেন না বরং সেই দৃশ্যের স্বাদ, গন্ধ এমনকি স্পর্শেরও অনুভূতি পাবেন।
এমনটাই হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের টেলিভিশন ‘ফিলিভিশন’।
টিভির পর্দার চলমান দৃশ্যের সাথে দর্শকের অনুভূতিকে মিশিয়ে দিতে ‘ফিলিভিশন’ প্রযুক্তির ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষকরা।
‘ফিলিভিশন’ প্রযুক্তি তৈরির নেতৃত্বদানকারী গবেষক ড. মারিয়ানা অবরিস্ট জানান, স্পর্শানুভূতি দিতে সক্ষম ‘ফিলিভিশন’ এর মাধ্যমে দর্শকেরা টিভি অনুষ্ঠানের পরিপূর্ণ স্বাদ নিতে পারবেন এবং অনুষ্ঠান নির্মাতারাও দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দিতে সক্ষম হবেন।
গবেষকরা বর্তমানে উ”চমাত্রার আলোকরশ্মি এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিভির সামনে বসে থাকা দর্শকদের স্পর্শানুভূতির দেয়া যায় এমন প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছেন।
অবরিস্ট জানান, ‘ফিলিভিশন’ প্রযুক্তির ফলে দর্শকেরা টিভির সামনে বসেই যেকোন স্থান কিংবা যেকোন দৃশ্যের একেবারে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন যেন তিনি নিজেই সেখানে উপস্থিত।
ছুঁয়ে দেখা যাবে টিভির দৃশ্য
বাংলাদেশ নিউজ২৪ : বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬
ভরষব-(৯)বৃষ্টি হচ্ছে টেলিভিশনের পর্দায় আর সেই বৃষ্টির ফোঁটা এসে পড়ছে দর্শকের মুখে বা হাতে, কিংবা নাটক-সিনেমার কোন দৃশ্যের তুষারপাত বা মরুঝড়ের বাস্তব অনুভূতি পাচ্ছেন টিভির সামনে বসে থাকা দর্শকেরা। ব্রিটিশ বিজ্ঞানিরা এমনই এক প্রযুক্তি তৈরি করছেন যার ফলে দর্শকেরা শুধু টিভিতে দৃশ্যই দেখবেন না বরং সেই দৃশ্যের স্বাদ, গন্ধ এমনকি স্পর্শেরও অনুভূতি পাবেন।
এমনটাই হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের টেলিভিশন ‘ফিলিভিশন’।
টিভির পর্দার চলমান দৃশ্যের সাথে দর্শকের অনুভূতিকে মিশিয়ে দিতে ‘ফিলিভিশন’ প্রযুক্তির ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষকরা।
‘ফিলিভিশন’ প্রযুক্তি তৈরির নেতৃত্বদানকারী গবেষক ড. মারিয়ানা অবরিস্ট জানান, স্পর্শানুভূতি দিতে সক্ষম ‘ফিলিভিশন’ এর মাধ্যমে দর্শকেরা টিভি অনুষ্ঠানের পরিপূর্ণ স্বাদ নিতে পারবেন এবং অনুষ্ঠান নির্মাতারাও দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দিতে সক্ষম হবেন।
গবেষকরা বর্তমানে উ”চমাত্রার আলোকরশ্মি এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিভির সামনে বসে থাকা দর্শকদের স্পর্শানুভূতির দেয়া যায় এমন প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছেন।
অবরিস্ট জানান, ‘ফিলিভিশন’ প্রযুক্তির ফলে দর্শকেরা টিভির সামনে বসেই যেকোন স্থান কিংবা যেকোন দৃশ্যের একেবারে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন যেন তিনি নিজেই সেখানে উপস্থিত।
ছুঁয়ে দেখা যাবে টিভির দৃশ্য
বাংলাদেশ নিউজ২৪ : বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬
ভরষব-(৯)বৃষ্টি হচ্ছে টেলিভিশনের পর্দায় আর সেই বৃষ্টির ফোঁটা এসে পড়ছে দর্শকের মুখে বা হাতে, কিংবা নাটক-সিনেমার কোন দৃশ্যের তুষারপাত বা মরুঝড়ের বাস্তব অনুভূতি পাচ্ছেন টিভির সামনে বসে থাকা দর্শকেরা। ব্রিটিশ বিজ্ঞানিরা এমনই এক প্রযুক্তি তৈরি করছেন যার ফলে দর্শকেরা শুধু টিভিতে দৃশ্যই দেখবেন না বরং সেই দৃশ্যের স্বাদ, গন্ধ এমনকি স্পর্শেরও অনুভূতি পাবেন।
এমনটাই হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের টেলিভিশন ‘ফিলিভিশন’।
টিভির পর্দার চলমান দৃশ্যের সাথে দর্শকের অনুভূতিকে মিশিয়ে দিতে ‘ফিলিভিশন’ প্রযুক্তির ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষকরা।
‘ফিলিভিশন’ প্রযুক্তি তৈরির নেতৃত্বদানকারী গবেষক ড. মারিয়ানা অবরিস্ট জানান, স্পর্শানুভূতি দিতে সক্ষম ‘ফিলিভিশন’ এর মাধ্যমে দর্শকেরা টিভি অনুষ্ঠানের পরিপূর্ণ স্বাদ নিতে পারবেন এবং অনুষ্ঠান নির্মাতারাও দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দিতে সক্ষম হবেন।
গবেষকরা বর্তমানে উ”চমাত্রার আলোকরশ্মি এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিভির সামনে বসে থাকা দর্শকদের স্পর্শানুভূতির দেয়া যায় এমন প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছেন।
অবরিস্ট জানান, ‘ফিলিভিশন’ প্রযুক্তির ফলে দর্শকেরা টিভির সামনে বসেই যেকোন স্থান কিংবা যেকোন দৃশ্যের একেবারে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন যেন তিনি নিজেই সেখানে উপস্থিত।
ছুঁয়ে দেখা যাবে টিভির দৃশ্য
বাংলাদেশ নিউজ২৪ : বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬
ভরষব-(৯)বৃষ্টি হচ্ছে টেলিভিশনের পর্দায় আর সেই বৃষ্টির ফোঁটা এসে পড়ছে দর্শকের মুখে বা হাতে, কিংবা নাটক-সিনেমার কোন দৃশ্যের তুষারপাত বা মরুঝড়ের বাস্তব অনুভূতি পাচ্ছেন টিভির সামনে বসে থাকা দর্শকেরা। ব্রিটিশ বিজ্ঞানিরা এমনই এক প্রযুক্তি তৈরি করছেন যার ফলে দর্শকেরা শুধু টিভিতে দৃশ্যই দেখবেন না বরং সেই দৃশ্যের স্বাদ, গন্ধ এমনকি স্পর্শেরও অনুভূতি পাবেন।
এমনটাই হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের টেলিভিশন ‘ফিলিভিশন’।
টিভির পর্দার চলমান দৃশ্যের সাথে দর্শকের অনুভূতিকে মিশিয়ে দিতে ‘ফিলিভিশন’ প্রযুক্তির ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষকরা।
‘ফিলিভিশন’ প্রযুক্তি তৈরির নেতৃত্বদানকারী গবেষক ড. মারিয়ানা অবরিস্ট জানান, স্পর্শানুভূতি দিতে সক্ষম ‘ফিলিভিশন’ এর মাধ্যমে দর্শকেরা টিভি অনুষ্ঠানের পরিপূর্ণ স্বাদ নিতে পারবেন এবং অনুষ্ঠান নির্মাতারাও দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দিতে সক্ষম হবেন।
গবেষকরা বর্তমানে উ”চমাত্রার আলোকরশ্মি এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিভির সামনে বসে থাকা দর্শকদের স্পর্শানুভূতির দেয়া যায় এমন প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছেন।
অবরিস্ট জানান, ‘ফিলিভিশন’ প্রযুক্তির ফলে দর্শকেরা টিভির সামনে বসেই যেকোন স্থান কিংবা যেকোন দৃশ্যের একেবারে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন যেন তিনি নিজেই সেখানে উপস্থিত।