Sun. Sep 14th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ (বৃহস্পতিবার) আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এই দুই মামলায় বিচারকাজ চলছে।
আজ খালেদা জিয়ার আদালতে না যাওয়ার বিষটি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।