Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের ভাঙ্গনের ফলে তাদের শুভাকাক্সক্ষীগণ অনেক মর্মাহত। তাদের ভাঙ্গনের খবর এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে এর আসল কারণ এখনও জানা যায় নি। তাদের মাঝে কেউ এই বিষয়ে এখনও কোন অফিসিয়াল তথ্য জানায় নি। তবে তাদের শুভাকাক্সক্ষীদের জন্য রয়েছে এবার স্বস্তির খবর।
ব্রেক-আপের খবর বাতাসে ভাসার পর থেকেই ক্যাটরিনা অনেক শক্তভাবে নিজেকে মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন। ‘ফিতুর’ সিনেমার প্রচারণার জন্য যেখানে ক্যাটরিনা জনসম্মুখে সেখানে রণবীর নিজেকে আড়ালে রেখেছেন।
তবে এবার রণবীরের খুব কাছের একজন জানিয়েছেন যে, সে এখন ধূমপান ত্যাগ করতে চাচ্ছেন। তাকে ধূমপান ত্যাগ করার জন্য অনেক আগে থেকে ক্যাটরিনা বলছিলেন। তারা দুজন একত্রে সে সময় আস্ট্রিয়াতেও গিয়েছিলেন এই সমস্যার সমাধানের জন্য। তবে এবার রণবীর, ক্যাটরিনার জন্মদিনের পূর্বে এই বদভ্যাস দ্রুত শেষ করতে চান। এর জন্য সে বিশেষ ডাক্তারি ইনজেকশন নিচ্ছেন। খুব দ্রুত এই অভ্যাস ত্যাগ করে ক্যাটরিনাকে খুশি করা তার লক্ষ্য।–সূত্র: বলিউড লাইফ।