Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ক্লিন ঢাকা’ কনসার্টটি স্থগিত হয়েছে, যে অনুষ্ঠানে বলিউড তারকা 36kকারিনা কাপুরের আসার কথা ছিল।
বৃহস্পতিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, “শুক্রবারের কনসার্টটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।”
ঢাকা মহানগর পুলিশের অনুরোধে এটি স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এই কনসার্টে কারিনার সঙ্গে ভারত থেকে কণ্ঠশিল্পী কানিকা কাপুর ও জাভেদ আলিরও আসার কথা ছিল।
বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিলেরও অংশ নেওয়ার কথা ছিল এই কনসার্টে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা।