খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: ব্যক্তিগত অনলাইন নিরাপত্তায় জোর দিতে চায় গুগল। ১০ ফেব্র“য়ারি ছিল সেফার ইন্টারনেট ডে। এই উপলক্ষে এক বিশেষ ফিচার লঞ্চ করে গুগল, যার সাহায্যে ইউজাররা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত তথ্যাদি যাচাই করে নিতে পারেন। পাশাপাশি নিজেদের অ্যাকাউন্টে ২জিবি স্পেসও যোগ করতে পারেন। এই অফার থাকছে আজ ১১ ফেব্র“য়ারি পর্যন্ত।
গুগল-এর সাম্প্রতিক ব্লগ পোস্ট অনুযায়ী, এই লিঙ্কটি ক্লিক করে নিজস্ব সিকিউরিটি চেক সম্পূর্ণ করা যাবে। লিঙ্কে ক্লিক করার পর ইউজারকে তাঁর গুগল অ্যাকাউন্ট সম্পর্কীয় তথ্যাদি পেশ করতে হবে এবং পরবর্তী দুটি পর্বে ব্যক্তিগত অনলাইন নিরাপত্তা ব্যবস্থার যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে। এই ব্যবস্থায় ইউজার তাঁর ব্যক্তিগত ফোন নম্বর এবং রিকভারি ই-মেল অ্যাড্রেস, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যুক্ত যাবতীয় ডিভাইস এবং সেই সঙ্গে যে সমস্ত অ্যাপস ও ওয়েবসাইট যাদের তাঁর গুগল অ্যাকাইন্ট অ্যাকসেস করার অনুমতি দিয়েছেন, সেই সবই পরীক্ষা করে দেখতে পারবেন।
এই পর্ব মিটে গেলে ইউজার তাঁর গুগল অ্যাকাউন্টে ২ জিবি অতিরিক্ত স্পেস লাভ করবেন, যা জি-মেল, গুগল প্লাস ও গুগল ড্রাইভ-এ ব্যবহার করা যাবে। এর অর্থ হচ্ছে, রিভিউ শম্পূর্ণ হলে গুগল অ্যাকাউন্টে ১৫ জিবি স্পেস বেড়ে ১৭ জিবি’তে দাঁড়াবে। গোটা প্রক্রিয়ায় সময় লাগবে ২ মিনিটের মতো।সূত্র: এই সময়