Thu. Sep 18th, 2025
Advertisements

5kখোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: ক্রিস্টিনা পিমেনোভার বয়স মাত্র ১০ বছর। তার মা গিলকেরিয়া পিমেনোভা একজন নামি মডেল ছিলেন। তিন বছর বয়সে মায়ের হাত ধরেই মডেলিংয়ে নামেন ক্রিস্টিনা। সাম্প্রতিক আমেরিকার সঙ্গে মডেলিংয়ের সেরা চুক্তিটা করে ফেলেছেন তিনি!
তার মা ইনস্টাগ্রামে তার বিভিন্ন ধরনের আবেদনধর্মী ছবি পোস্ট করেন । তার পোস্ট করা ছবিতে ‘হট’ অথবা ‘বেবি’ এই ধরনের শব্দগুলোর ব্যবহার করছেন। সেইসাথে তীব্র আপত্তিও তুলেছেন অনেকে।