Sun. Sep 14th, 2025
Advertisements

29kখোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: পাবনার চাটমোহরে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়ের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে চাটমোহর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাটমোহর থানার পরিদর্শক নুরুজ্জামান।
তিনি বলেন, দুপুরে দিনাজপুর থেকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেসের’ একটি বগি লাইনচ্যুত হয়।
তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকশি বিভাগীয় রেল কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে উদ্ধারকারী ক্রেন পাঠিয়েছেন বলে জানান তিনি।
চাটমোহরের স্টেশন ম্যানেজার মহিউল ইসলাম বলেন, দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।