Thu. Sep 18th, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : অসুস্থতার অজুহাতে ছয় বছর ধরে কাজে ফাঁকি দিয়েছিলেন স্পেনের এক সরকারি কর্মকর্তা। এই অভিযোগে তার ২৭ হাজার ইউরো জরিমানা করা হয়। গণমাধ্যমের সাংবাদিকরা এখন তার পেছনে লাগায় এই কর্মকর্তাকে আত্মগোপনে যেতে হয়েছে। জানা গেছে, ৬৯ বছর বয়সী জোয়াকিম গার্সিয়া যে বছরের পর বছর ছুটি কাটিয়েছেন অসুস্থতার ভান করে সেটি ধরা পড়েছিল তার প্রাপ্য ছুটির জন্য আবেদন করার পর। তিনি একটি বর্জ্য পানি পরিশোধনাগারে কাজ করতেন। মিস্টার গার্সিয়া অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি দাবি করেন, তাকে হয়রানি করা হচ্ছে। এদিকে তার উর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, বছরের পর বছর তিনি মিস্টার গার্সিয়াকে কাজে আসতে দেখেননি। মিস্টার গার্সিয়ার ঘনিষ্ঠ লোকজন অবশ্য দাবি করছেন, তিনি কাজে যেতেন ঠিকই, তবে সারাদিনের জন্য নয়। তিনি দর্শনশাস্ত্র অধ্যায়নেই বেশি সময় দিতেন।সূত্র: বিবিসি বাংলা