Mon. Sep 15th, 2025
Advertisements

21kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : কক্ষটিতে লোকে লোকারন্য। হঠাৎ চাপরাশি গলা ছেড়ে জানালেন কোর্ট বসছে। বিজ্ঞ বিচারক তার আসনে বসলেন। পেশকার একে একে মামলার শিরোনাম বলা শুরু করলেন। শুরু হল পর্যায়ক্রমে মামলার শুনানী। ঠিক পূর্ব দিকে আসামী কার্ট গরায় দাঁড়িয়ে। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল যুক্তি-পাল্টা যুক্তি চলছে।
বাদী পক্ষ চাচ্ছে আসামী শাস্তি পাক। অপরদিকে বিবাদী পক্ষও নিরব নয়। তারাও তাদের মক্কেলদের বাঁচাতে যুক্তির স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। ঠিক যেন কোর্টেরই পরিবেশ। এমনই আবহে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে মুট কোর্ট অনুষ্ঠিত হয়েছে। এলএলবি কোর্সের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এ কোর্ট বসে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোর্টের আদলে একটি মুট কোর্ট স্থাপিত হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট স্থাপন হল। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট স্থাপনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম অগ্রণী ভ’মিকা পালন করেন। 

মুট কোর্টে শুক্রবার ফৌজদারী বিষয়ক তিনটি প্রতীকী মামলার নিষ্পত্তি হয়। আইন বিভাগের শিক্ষার্থীরা প্রতীকী এ মামলায় বাদী, বিবাদী, সাক্ষী, আইনজীবী, চাপরাশি, পেশকারসহ অন্যান্য ভ’মিকায় অভিনয় করেন। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও মুট কোর্ট ক্লাসের সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম ও ঝিনাইদহ কোর্টের আইনজীবী আবু তালেব। আগামী সোমবার দেওয়ানী বিষয়ক মামলার নিষ্পত্তি হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার মুট কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কোর্টের আদলে একটি মুট কোর্ট স্থাপিত হয়েছে। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য অনেক পাওয়া। শিক্ষার্থীরা যেন এখান থেকে দক্ষ হয়ে বের হতে পারে সেজন্য জোর প্রচেষ্টা থাকবে। মুট কোর্টের কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।