Sun. Sep 21st, 2025
Advertisements

33kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : এর আগে অনেকবারই এমন হয়েছে যে ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা বা অভিনেত্রীর কাছ থেকে পাওয়া গল্প নিয়ে ছবি নির্মিত হয়েছে। কিন্তু এবারের বিষয়টি একটু ভিন্ন। গল্প নয়, গল্প শুনে ছবির নামকরণ করেছেন সে ছবির অভিনয়শিল্পী। আর সে নামটিই চূড়ান্ত করা হয়েছে ছবির জন্য। ঢাকাই চলচ্চিত্রে এমন ঘটনা দুটি ছবির ক্ষেত্রে ঘটেছে। আর এই দুটি ছবিরই নামকরণ করেছেন অভিনেত্রী পরীমনি।
নির্মাতা শাহ আলম মণ্ডলের সর্বশেষ ছবির নাম ছিল ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ ও মালেক আফসারির ছবির নাম ছিল ‘নসিব’। কিন্তু এই দুটি ছবির নামই বদলে গেছে। ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ এখন নাম বদলে হয়েছে ‘আপন মানুষ’ আর ‘নসিব’ হয়েছে ‘অন্তর জ্বালা’। নিজের দেওয়া নাম ছবি দুটির জন্য চূড়ান্ত হওয়ায় অনেক উচ্ছ্বসিত পরীমনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আলাদা আলাদাভাবে দুটি ছবির ক্ষেত্রেই এক অবস্থা হয়েছে। পরিচালকের মুখে গল্প শোনার পর হুট করেই নাম দুটি আমার মনে আসে। আর নাম দুটি আমার মুখ থেকে শোনার পর দুই পরিচালকই আশ্চর্য হয়েছেন। তাঁরা খুশি হয়েই নাম দুটি নিয়েছেন।’
এ ব্যাপারে ‘আপন মানুষ’ ছবির পরিচালক শাহ আলম মণ্ডল বলেছেন, ‘আমার ছবির নাম ছিল “ভালোবাসার চেয়ে একটু বেশি”। শুটিংয়ের আগে আগে পরীমনি ছবির গল্প শুনতে চাইল। গল্প শোনার পর একটু চুপ থেকে ও বলল, আচ্ছা ছবির নামটি “আপন মানুষ” রাখলে হয় না! আমিও দেখলাম নামটি গল্পের সঙ্গে ভালো মানিয়ে যায়। তাই এই নামটিই রেখে দিলাম।’
একই ধরনের কথা জানিয়েছেন মালেক আফসারিও। তিনি বলেছেন, ‘আমার ছবির নামটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরীর মুখ থেকে শোনার পর নামটি ছবির গল্পের জন্য খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে।’
দুই ছবিরই নায়িকা পরীমনি। তিনি জানিয়েছেন, ‘আপন মানুষ’ ছবির শুটিং শেষের পথে। আর ‘অন্তর জ্বালা’ ছবির কাজ ২০ ফেব্র“য়ারি থেকে শুরুর কথা।