Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : লেনোভো ব্র্যান্ডের জি৪০৪৫ এএমডি মডেলের নতুন এক ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ডুয়েল কোর প্রসেসরের ল্যাপটপটি এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ২৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
এতে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, দুই গিগাবাইট ডিডিআর৩ র‍্যাম, এএমডি রেডিওন আর২ গ্রাফিক্স, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে রয়েছে। অডিওর জন্য এতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড সিস্টেম। ডিভাইসটির ৪ সেল ব্যাটারি চার ঘণ্টা ব্যাকআপ দেয়। ব্যাটারিসহ এর ওজন মাত্র ২ দশমিক ১ কেজি।
এইচডিএমআই পোর্ট, ব্লুটুথ ওয়াইফাই ও গিগাবিট ল্যান সুবিধার ল্যাপটপটিতে এক বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।