Wed. Sep 17th, 2025
Advertisements

49kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : বর্তমানে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা দল বাংলাদেশ। এই কৃতিত্বের সিংহভাগ অধিকার টাইগার টাইগার কাপ্তান মাশরাফির।
তবে এরই মধ্যে মাশরাফি সম্পর্কে আজানা একটি মজার বিষয় জানার সুযোগ হলো সবার জন্য। বিষয়টি মাশরাফি নিজের মুখেই জানিয়েছে।
মাশরাফিই বলেন, একটি জিনিসের সাথে দীর্ঘ ২৭ বছর ধরে আমার প্রেম! মাশরাফিকে তার মামা একটি হোন্ডা দিয়েছিলেন। এখনো সেই হোন্ডাটি ঢাকার রাজপথে ব্যবহার করেন তিনি।
মাশরাফি বলেন, ২৭ বছর ধরে এই মোটরসাইকেল আছে। আমি যখন দশম শ্রেণিতে পড়ি তখন থেকে মোটরসাইকেলটি চালাই। গাড়ি থাকলেও এটি আমার প্রধান বাহন।