Sun. Sep 21st, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : ১৪ ফেব্র“য়ারি, বিশ্ব ভালবাসা দিবস। ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়। কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে উঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই। আর তাই ভালোবাসার দিনটিকে নিয়ে সকলের ভাবনাটাও থাকে বিশেষ। আর সেই ভালবাসা কেবলই জীবনসঙ্গী বা প্রেমিক-প্রেমিকার জন্য নয়। ভালবাসা সবার জন্য। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও তেমনটাই মনে করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, ‘আজকের দিনটি শুধু মাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্যই, এমন কোন কথা কিন্তু নেই। আসুন, আজকের এই দিনে আমরা আমাদের মা-বাবা, বন্ধু-বান্ধব, ধনী-গরীবদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেই। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা