Sat. Sep 20th, 2025
Advertisements

অদৃশ্য হয়ে যেতে পারলে ভালো হতো
অদৃশ্য হয়ে যেতে পারলে ভালো হতো
খোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : পয়লা ফাল্গুন। সারা শহরেই উৎসবের আমেজ। এর মধ্যে রাজধানীর বলাকা সিনেমা হলে দেখা গেল তারকাদের ভিড়। বসন্তের প্রথম দিনে ‘কৃষ্ণপক্ষ’ ছবির প্রিমিয়ার শো।

হুমায়ূন আহমেদের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মেহের আফরোজ শাওন। সেই আবেগ ঘিরে রেখেছে তাঁকে।

দেখা হতেই প্রশ্ন ছিল, কেমন লাগছে? উত্তরে বললেন, ‘আমি আসলে কিছু বুঝতে পারছি না। অদৃশ্য হয়ে যেতে পারলে ভালো হতো মনে হচ্ছে। হুমায়ূন আহমেদের দর্শকদের জন্যই এই ছবি বানিয়েছি।’
প্রিমিয়ারে এসেছিলেন অনেকেই। ‘কৃষ্ণপক্ষ’ ছবির অভিনেতা রিয়াজ, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তানিয়া ও সঙ্গীত পরিচালক এসআই টুটুলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন প্রিমিয়ার শোতে শাওন।
কবে মুক্তি পাচ্ছে কৃষ্ণপক্ষ? এমন প্রশ্নের জবাবে পরিচালক মেহের আফরোজ শাওন জানান, ‘আগামী ২৬ ফেব্র“য়ারি মুক্তি পাবে কৃষ্ণপক্ষ।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও মাহি।
রিয়াজ ও মাহি ছাড়াও ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, মৌটুসী বিশ্বাস, কায়েস চৌধুরী প্রমুখ।