Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : 20160213 - AIBL Comilla BDC Press১৩ ফেব্রুয়ারি ২০১৬, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর কুমিল্লা অঞ্চলের শাখা সমুহের ব্যবসা উন্নয়ন সম্মেলন কুমিল্লার স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম। এআইবিএল কুমিল্লা জোনের প্রধান মোঃ ফজলুর রহমান (আশরাফী) সম্মেলনে সভাপতিত্ব করেন। দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ১৬টি শাখার ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তাসহ  প্রায় ৬০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বিনিয়োগের গুণগত মান সম্পর্কে সকলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বিনিয়োগ প্রদানের পূর্বে সকল নীতিমালা পরিপালনের বিকল্প নেই। এছাড়া তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।