Sun. Sep 14th, 2025
Advertisements

23খোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকায় দেশের প্রথম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নামকরণ করা হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম জানিয়েছেন।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ইনস্টিটিউট করব। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে কিছু করতে গেলে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিতে হয়। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি। আশা করছি, আমরা সম্মতি পাব।”
মন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে চানখাঁরপুলে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন জমিতে এ ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
“সম্ভব হলে সেখানেই এ প্রতিষ্ঠান হবে। আগামী মাসেই প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আমরা আশা করছি।”
ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত লাল সেনও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।