Sun. Sep 14th, 2025
Advertisements

25kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : ঢাকা সিটি করপোরেশনের প্রত্যেক নাগরিককে একজন মেয়র হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন মেয়র সাঈদ খোকন। আজ রবিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর শাহবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত প্রাণসখা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রত্যেক নাগরিককে একজন মেয়র হিসেবে দেখতে চাই মন্তব্য করে সাঈদ খোকন বলেন, ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করেছি। এই পরিচ্ছন্নতা শুধু ময়লা পরিষ্কার নয়, চিন্তা, আদর্শ ও মনের জগতের পরিচ্ছন্নতাও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদ খান, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, চ্যানেল আইয়ের প্রধান বার্তা প্রধান শাইখ সিরাজ, নাট্যাভিনেতা ড. এনামুল হক ও আফজাল হোসেন প্রমুখ।