Sun. Sep 21st, 2025
Advertisements

31kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : দীর্ঘদিন পর আবারো একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা তৌকির আহমেদ ও তারিন। রোমান্টিক গল্পে নির্মিত নাটকের নামটি বেশ অদ্ভূত। শুধু ‘ও’।
নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করেছেন মোহাম্মদুল্লাহ্ নান্টু।
নাটকের গল্পে দেখা যাবে- জন ও অমিয়ার সুখের সংসার। কিন্তু হঠাৎই তাদের সংসারে ভাঙন ধরে। আস্থা ও বিশ্বাস নিয়ে সঙ্কট তৈরি হয়। মুহূর্তেই দুজন দুই মেরুর বাসিন্দা হয়ে যায়।
দু’জনের ভেঙে যাওয়া এই সম্পর্ক জোড়া দিতে আবির্ভাব হয় আরেক চরিত্রের। অমিয়ার বড় আপা রিতা। কিন্তু সম্পর্কটা আর জোড়া লাগাতে পারেন না তিনি। সম্পর্ক জোড়া দেয় ‘ও’।
নাটকটিতে তৌকির-তারিন ছাড়া আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও সোম আকবর। শিগগিরই একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানালেন নির্মাতা।