Sun. Sep 21st, 2025
Advertisements

42kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : ফের সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো তার বন্ধুরও। মৃতেরা হলেন সোরভ জগন্নাথ চুলভর (১৮) এবং আজিঙ্ক বাসুদেব গায়কোয়াড় (১৮)।
শনিবার ভারতের পশ্চিমবঙ্গে নাসিকের ঘটি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ১০ জন ছাত্র মিলে ওই দিন বলদেবী বাঁধের কাছে একটি জায়গায় পিকনিক করতে যান। আনন্দে মেতে ছিল গোটা দলটি। এরই মধ্যে সৌরভ বাঁধের উপর দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন। ছবি তুলতে যখন তিনি ব্যস্ত সেই সময়ই টাল সামলাতে না পেরে বাঁধের পানিতে পড়ে যান। কাছেই ছিলেন বাসুদেব। বন্ধুকে বাঁচাতে তিনিও সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন। কিন্তু দু’জনেই পানিতে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা পরে সন্ধ্যাবেলায় দু’জনের দেহ উদ্ধার করেন।
মাস দু’য়েক আগেই মুম্বইয়ে সমুদ্রে সেলফি তুলতে গিয়ে এক তরুণী ও তার সঙ্গীর মৃত্যু হয়। দেশজুড়ে যে ভাবে সেল্ফি ক্রেজ বাড়ছে, তার সঙ্গে সমান ভাবে পাল্লা দিয়ে মৃত্যুর হারও বাড়ছে। অথচ সচেতনতা নেই। ড্রাগের নেশার মতো সেলফির নেশাও মারণ হয়ে উঠছে ক্রমশ।