Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ :  সাধারণ ডাক্তাররাই অধিকাংশ ক্ষেত্রে শিশুর চিকিৎসা করে থাকেন। তবে কোনো জটিলতায় কিংবা বাড়তি সতর্কতার জন্য অনেক বাবা-মা ভালো শিশু চিকিৎসকের সন্ধান করেন। এ লেখায় রয়েছে ভালো শিশু চিকিৎসক খুঁজে পাওয়ার উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. অন্য চিকিৎসকের মতামত শিশুর সমস্যা বুঝে নিয়মিত চিকিৎসকই অনেক সময় কোনো বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে থাকেন। তবে আপনি ইচ্ছে করলে চিকিৎসকের কাছ থেকে এ বিষয়টি জেনে নিতে পারেন। তিনি শিশুর সমস্যা বুঝে যে চিকিৎসকের কাছে গেলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে তা জানাতে পারবেন।
২. বোর্ড সার্টিফিকেট দেখুন বহু বাবা-মা শিশুকে খাওয়ানো, ঘুমের অবস্থান ইত্যাদি বিষয়ে পরামর্শের জন্য শিশু চিকিৎসকের পরামর্শ নিতে চান। এক্ষেত্রে আপনার কাছাকাছি অবস্থানের চিকিৎসকদের মাঝে শিশু চিকিৎসায় ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন। তবে পরামর্শ নেওয়ার আগে চিকিৎসক সত্যিই শিশুদের বিষয়ে বিশেষজ্ঞ কি না, কিংবা তার এ বিষয়ে বোর্ড সার্টিফিকেট রয়েছে কি না, তা দেখে জেনে নিন।
৩. সরেজমিনে খবর নিন সাধারণত ভালো ক্লিনিক বা হাসপাতালে ডিগ্রিপ্রাপ্ত ও যোগ্য চিকিৎসক বসেন। আপনি যখন শিশুর জন্য কয়েকজন চিকিৎসকের খোঁজ পাবেন তখন তাদের মাঝে সত্যিকার ভালো চিকিৎসক খুঁজে বের করতে সরেজমিনে খবর নিন। এছাড়া চিকিৎসক একজন রোগীকে কতখানি সময় দেন ইত্যাদি বিষয় জেনে নিন। যে চিকিৎসক বেশি সময় ধরে যতœ নিয়ে রোগী দেখেন, যথেষ্ট ভালো ব্যবহার করেন তিনি তালিকায় আগে থাকবেন, এটাই স্বাভাবিক।
৪. সুযোগ-সুবিধা জেনে নিন প্রত্যেক চিকিৎসকের কাছে যেতেই কিছু খরচ রয়েছে। আপনার শিশুকে চিকিৎসা শুরু করার আগে তার এ খরচগুলো জেনে নিন। তিনি কোন সময় বসেন এবং সপ্তাহে কয়দিন বসেন তা জেনে নিন। এতে পরবর্তীতে শিশুকে নিয়ে ঝামেলা কম হবে।
৫. মনে রাখবেন চিকিৎসকও মানুষ একজন চিকিৎসক একজন মানুষ এবং স্বাভাবিকভাবেই তার সুবিধা-অসুবিধার বিষয় রয়েছে। মানুষের অবশ্যই ভুল-ভ্রান্তি হয়। তাই চিকিৎসাবিদ্যায় ভুল-ভ্রান্তি কমানোর জন্য যে কোনো বিষয় নিশ্চিত হতে নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হয়। যত ভালো চিকিৎসকই হোক না কেন, তার সীমাবদ্ধতা থাকবেই। তবে যে চিকিৎসক যে বিষয়ে দক্ষতাসম্পন্ন সে চিকিৎসকের কাছেই পরামর্শ নিতে হবে।