Sun. Sep 14th, 2025
Advertisements

9kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: ফুসফুস ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি।
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার দুপুরে তাকে কুড়িগ্রামের বাড়ি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে অপু জানান।
তিনি বলেন, “তারামন বিবি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তার অবস্থা উন্নতির দিকে।”
একই সমস্যা নিয়ে গত জানুয়ারি মাসে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন তারামন বিবি। গত ৩১ জানুয়ারি তিনি রংপুর থেকে বাড়ি ফিরে যান।
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।
বীর প্রতীক তারামন বিবির আনুষ্ঠানিক নাম তারামন বেগম। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ার এই নারী এক ছেলে ও এক মেয়ের মা।
কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও তিনি অংশ নিয়েছেন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তারামনকে বীর প্রতীক খেতাব দেয়। কিন্তু এই মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা সম্ভব হয় ১৯৯৫ সালে।
ওইবছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।