Sun. Sep 21st, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: সেল্টা ভিগোর বিপক্ষে মেসির পেনাল্টি স্পট কিক থেকে করা অ্যাসিস্ট থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন সুয়ারেজ। অথচ গোলের এই সুযোগটা মেসি নাকি তৈরি করেছিলেন নেইমারের জন্য!
লিওনেল মেসি ৩০০তম লা লিগা গোলের সামনে দাঁড়িয়ে এক অসাধারণ নিদর্শন স্থাপন করেন। পেনাল্টি স্পট কিক থেকে বল সরাসরি পোস্টে না মেরে আলতো করে তার ডান দিকে বাড়িয়ে দেন এবং সেখান থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। নেইমার ম্যাচ শেষে বলেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার সতীর্থ সুযোগটি তার জন্য তৈরি করেছিলেন। এমন কী অনুশীলনে এটা নিয়ে কাজও করেছেন তারা!
নেইমার বলেন, আমরা পেনাল্টি অনুশীলনের সময়ে এটা নিয়ে কাজ করেছিলাম। যাই হোক সুয়ারেজ কাছে ছিল এবং সেটা থেকে গোল করেছে। সেল্টার বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে শেষ পর্যন্ত গোল নেইমার পেয়েছেন এবং সেই গোলটা করিয়েছেন সুয়ারেজই।
টানা ৩০ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে বার্সা। এতে উৎফুল্ল নেইমার বলেন, আমরা অনেক খুশি যে ৩০ ম্যাচ ধরে আমরা অপরাজিত। আমরা আমাদের মত খেলে যাচ্ছি এবং এই জয়ের ধারা আমরা অব্যাহত রাখতে চাই। গোল.কম