Sat. Sep 20th, 2025
Advertisements

33kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: বিয়ে করলেন। বিয়ের পর বাসর রাত যাপন করলেন। তারপরই যতো বিপত্তি। বাসর রাত যাপন করে যখন বর বুঝতে পারলেন যে তার নব বিবাহিতা স্ত্রী ‘নন-ভার্জিন’ তখন সে (বর) নব বিবাহিতাকে টেনে হিচরে ঘুম থেকে জাগিয়ে বারান্দায় নিয়ে যায় এবং চারতলা বিশিষ্ট বাড়ি থেকে তাকে (কনে) মাটিতে ফেলে দিয়ে খুন করে।
পরে ওই বরকে স্থানীয় পুলিশ আটক করে। ঘটনা মিশরের রাজধানী কায়রোতে। তবে ওই বর ও কনের নাম পরিচয় কিছুই জানা যায় নি।
খবরে বলা হয়, বিয়ের পরের দিন সকালে বর যখন বুঝতে পারলেন যে তার নববধুর কুমারীত্ব বিবাহের পূর্বেই হারিয়েছেন তখন সে তার নববধুকে ঘুম থেকে জাগায়। তারপর বারান্দায় নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ৪ চারতলা বিশিষ্ট বাড়ি থেকে নিচে ফেলে খুন করে।
যখন ঘটনাটি ঘটে তখন পার্শ্ববর্তীরা স্থানীয় পুলিশকে খবর। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং নববধূর মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়, অভিযুক্ত বর তার স্ত্রীকে দালান থেকে মাটিতে ফেলে খুন করার কথা স্বীকার করেছে। তবে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এবং হত্যা মামলায় তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। খবর-ওয়েবসাইড