Sat. Sep 20th, 2025
Advertisements

36kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা মোহাম্মদ হাফিজ (৩৬৩) ও দিলশানের (৩৪৯) চেয়ে নিরাপদ দূরত্বে রয়েছেন সাকিব (৪১৬)। ফলে আপাতত ওয়ানডে খেলা না থাকলেও আগামী কয়েক মাস টাইগার অলরাউন্ডার শীর্ষেই থাকবেন। সোমবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ব্যাটসম্যানদের মধ্যে দারুণ উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা কুইন্টন ডি কক। ডি কক উঠে এসেছেন চার নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির। তিনি উঠে এসেছেন সেরা পাঁচে।
ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি দুইয়ে রয়েছেন সাকিব। তবে শীর্ষে থাকা ট্রেন্ট বোল্টের (৭৩১) সঙ্গে সাকিবের (৬৯৯) পয়েন্ট ব্যবধান বেড়ে ৩১ হয়েছে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক (৬৮৫) ইনজুরির কারণে দলের বাইরে থাকায় আপাতত দ্বিতীয় স্থান নিয়ে কিছুটা নির্ভার রয়েছেন। তবে চতুর্থ স্থানে থাকা হেনরি (৬৭৫) ও পঞ্চম স্থানে থাকা ইমরান তাহির (৬৭৪) যে কোনও সময় সাকিবের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
এদিকে ইংল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান জো রুট প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকেছেন; তিনি রয়েছেন দশ নম্বরে। শীর্ষ তিনে রয়েছেন যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি ও হাশিম আমলা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচ থেকে নয় নম্বরে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা, তিলকারতেœ দিলশান, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও শিখর ধাওয়ান।