Tue. Sep 16th, 2025
Advertisements

52kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: আমরা অনেকেই এক সেকেন্ড সময়কে মূল্য দেই না। আসলে আমরা সবাই কি জানি? এক সেকেন্ডে পৃথীবিতে কি ঘটে যায়। চলুন পাঠক জেনে নেই এক সেকেন্ডে ওয়েব দুনিয়ায় কি ঘটে?
১. প্রতি সেকেন্ডে পাঁচটা নতুন প্রোফাইল খোলা হয় ফেসবুকে।
২. প্রতি সেকেন্ডে দুটো করে নতুন লিঙ্কডিন প্রোফাইল খোলা হয়।
৩. প্রতি সেকেন্ডে ৭ হাজার ১১৩টি টুইট করা হয়।
৪. প্রতি সেকেন্ডে ৫২ হাজার ৮৯৬ বার গুগল সার্চ করা হচ্ছে।
৫. প্রতি সেকেন্ডে স্কাইপে ২ হাজার ২৮টা কল হচ্ছে।
৬. প্রতি সেকেন্ডে ফেসবুকে গড়ে ২ হাজার ২৬৬টি ফটো আপলোড হচ্ছে, ৪ হাজার ৮৮৩টা স্ট্যাটাস আপডেট হচ্ছে।
৭. প্রতি সেকেন্ডে ২৪,৬৬,৭৯১টি স্পাম মেল পাঠানো হচ্ছে।
৮. প্রতি সেকেন্ডে ইনস্টাগ্রামে ৪৮৫টি ফটো আপলোড হচ্ছে।
৯. প্রতি সেকেন্ডে ইন্টারনেটে ৩২ হাজার ৯৯০ জিবি ট্রাফিক ব্যবহার হচ্ছে।