Tue. Sep 16th, 2025
Advertisements

11kখোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ :  আলিয়া-সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে নানামুখী গুঞ্জন শোনা যায়। তাদের চলাচলে সবসময় মনে হয়, তারা একে-অপরের শুধু ভাল বন্ধু নয়। তাদের মাঝে বন্ধুর চেয়ে বেশি কোন সম্পর্ক বিদ্যামান।
আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা তাদের বলিউডের পথযাত্রা একত্রে শুরু করেন। তাই তাদের সম্পর্ক প্রথম থেকে অনেক শক্তিশালী। কিন্তু তারা তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেনি।
কিছুদিন আগে জানা যায়, এই বছর ভালবাসা দিবসে অর্থাৎ ১৪ই ফেব্র“য়ারী এই যুগল একসাথে পালন করতে পারবেন না। কারণ, সিদ্ধার্থ তার নতুন সিনেমা ‘বার বার দেখো’ এর শুটিংয়ের জন্য ক্যাটরিনার সাথে ব্যস্ত সময় পার করবেন। আলিয়াও তার নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন।
তবে ভারতের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, তাদের দুইজনকে ভালবাসা দিবসের দিন একসাথে ভারতের পর্যটক এলাকা গোয়াতে দেখা গেছে। আলিয়া সেখানে তার সিনেমার কাজ করছেন। কিন্তু সিদ্ধার্থ তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে নিয়ে আলিয়ার সাথে দেখা করার জন্য সেখানে পৌঁছে গেছেন।
এই কথিত প্রেমিক-যুগলকে একত্রে কিছু সময় পার করতে দেখা গেছে। তারা একে-অপরের সঙ্গ খুব ভালভাবে উপভোগ করেন।–সুত্র: বলিউড ফোরাম।