Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ :  সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ভুমিকম্প বেশ কয়েকবার হয়ে গেছে। নেপাল সহ কয়েকটি দেশে হতাহতের ঘটনা অনেক। নতুন অ্যাপ হয়তো এই হতাহতের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারে।
বন্যা বা সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় আগেই পুর্বাভাস পাওয়া যায়। ফলে ক্ষয়ক্ষতি বা মানুষ হতাহতের ঘটনা কম ঘটে কিন্তু ভুম্পিকম্পের আগে কোন বার্তা না দিতে পারায় অবস্থা ভয়াবহ হয়ে যায়।
এই সমস্যার সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক দল ‘মাই শেক’ নামের মোবাইল অ্যাপ বের করেছে। অ্যাপটি দ্রুত ভুমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে। ইউএস জিওলজিক্যাল সার্ভে পরিচালিত নেটওয়ার্কগুলোর মতো প্রচলিত ভুমিকম্প শনাক্তকারী নেটওয়ার্কগুলোকে মাইশেইক সরাতে পারবে না।
কিন্তু অ্যাপটি যেসব জায়গায় প্রচলিত সিসমিক নেটওয়ার্ক রয়েছে সেখানে ভুমিকম্প সতর্কবার্তা আরও দ্রুত পাঠাতে সক্ষম। আর যেসব দেশে সিসমিক নেটওয়ার্ক নেই, সেসব দেশে এটি জীবনরক্ষাকারী আগাম সতর্কবার্তা পাঠাতে পারবে।