খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : বেকার থাকার জ্বালা কেবল একজন বেকারই বোঝেন। কি দু:সহ সে সময়! চারপাশ থেকে আসতে থাকে একের পর মন খারাপ করে দেয়া খবর। এক একটি ভাইভাতে ফেল নিয়ে আসে সীমাহীন যন্ত্রনা। কিন্তু তাই বলে তো আর জীবন থেমে থাকবে না। ঘুড়ে আপনাকে দাঁড়াতেই হবে। তো কিভাবে ঘুড়ে দাঁড়াবেন? বিডিলাইভ টোয়েন্টিফোর ডটকম পাঠকদের জন্য উপস্থাপন করছি সেরা দশ টিপস-
১. প্রথমেই মনে রাখুন, সর্বদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন, এটা না-ও হতে পারে।
২. বিভ্রান্ত হবেন না। সঠিকভাবে চিন্তাভাবনা করুন। একটা ভাল পরিকল্পনার প্রয়োজন।
৩. অবসাদে ভুগবেন না। এতে আখেরে আপনারই ক্ষতি। আত্মবিশ্বাসটা বজায় রাখুন। এই অবস্থায় সেটাই আপনার পুঁজি।
৪. নিজের দক্ষতার জায়গাগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন।
৫. শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা, এই দু’টির যোগফলে যে চাকরি আপনার জন্য শ্রেষ্ঠ, সেগুলিই বেছে নিন।
৬. যোগ্যতা অনুযায়ী যে চাকরি পেতে পারেন, শুধুমাত্র সেগুলিতেই আবেদন করবেন না।
৭. তার নীচের এবং ঠিক উপরের পদ বা চাকরির জন্যও আবেদন পাঠান।
৮. পরীক্ষা এবং ইন্টারভিউ-এর জন্য নিজেকে খুব ভাল করে তৈরি রাখুন।
৯. মনে রাখবেন, প্রতিটি সুযোগই আপনার কাছে ‘শেষ’ সুযোগ। মরণকামড় দিন।
১০. সবসময়ে হাসিমুখে থাকুন। খুশি থাকুন। মনে রাখুন, আপনি লড়াই করছেন। যুদ্ধে কেউ মনমরা থাকেন না।