খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: ভারতের বাজারে আসছে পৃথিবীর সবথেকে সস্তা স্মার্টফোন, ‘‘ফ্রিডম ২৫১’’। কেন্দ্রের ‘‘মেক ইন ইন্ডিয়া’’ প্রকল্পের অন্তর্গত এই ফোনটি প্রকাশিত হবে বুধবার সন্ধেয়। তার ঠিক আগে একনজরে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার্স।
পৃথিবীর সবথেকে সস্তা স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১’
ক্স দাম- ২৫১ টাকা।
ক্স ৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, ৯৬০*৫৪০ পিক্সেল রেজলিউশন।
ক্স অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম, ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর।
ক্স ১ বছরের ওয়্যারান্টি। দেশে ৬৫০টিরও বেশি সার্ভিস সেন্টার।
ক্স ১ জিবি র্যাম। হোয়াট্সঅ্যাপ, ফেসবুক, টুইটার-এর পরেও কিছু অ্যাপ রাখার জায়গা থাকবে।
ক্স ৮ জিবি ইন্টারনাল মেমরি, ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল।
ক্স ৩.২ এমপি রিয়ার ক্যামেরা, .৩ এমপি ফ্রন্ট ক্যামেরা।
ক্স থ্রি-জি, ব্লু-টুথ, ওয়াইফাই, জিপিএস
ক্স ১,৪৫০ এমএএইচ ব্যাটারি