Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: মহাকাশ গবেষণার জন্য নতুন ৫০০ মিটার চওড়া টেলিস্কোপ তৈরি করছে চীন। এ জন্য প্রায় ১০ হাজার বাসিন্দাকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হচ্ছে দেশটিকে।
তৈরি করা হলে ফাস্ট (ঋঅঝঞ) নামের এই টেলিস্কোপই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ হবে বলে জানিয়েছে বিবিসি।
নতুন এই টেলিস্কোপটির জন্য জায়গার ব্যবস্থা করতে চীনের গুউহুর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দাকে পুনর্বাসনের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। এর ফলে টেলিস্কোপের বিদ্যুৎচুম্বকায়নের ক্ষেত্রে কোনো অবাঞ্ছিত বাঁধা থাকবে না। এ সম্পর্কে এ প্রকল্পের প্রধান বিজ্ঞানী জানান, টেলিস্কোপটি মহাকাশে বুদ্ধিমান প্রাণ সন্ধানের কাজে লাগবে।
নতুন এই টেলিস্কোপটিতে ৫০০ মিটার চওড়া গোলাকার রেডিও অ্যাপারচার ব্যবহার করা হবে। এটি বানাতে খরচ হবে ১২০ কোটি ইউয়ান, আর এ বছরই এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে চীন।
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই টেলিস্কোপটির শব্দধারণ যন্ত্রের ৫ কিলোমিটারের মধ্যে থাকা ৯১১০ বাসিন্দাকে অন্যত্র সরানো হবে। এজন্য তাদেরকে ১২ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেবে চীন সরকার। এর মধ্যে কিছু বাসিন্দাকে বাসস্থানের জন্য বাড়তি অর্থও দেওয়া হবে।
এ ব্যাপারে দেশটির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা লি ইউশেং বলেন, “এই পুনর্বাসনের ফলে একটি সুষ্ঠ বিদ্যুৎচুম্বক তরঙ্গের পরিবেশ তৈরি হবে।” তবে, এই পুনর্বাসন নিয়ে অসন্তোষ রয়েছে দেশটির বাসিন্দাদের মাঝে। কারণ, এর আগে বড় বাঁধ আর খাল বানাতে নেওয়া পুনর্বাসন প্রকল্পের ক্ষেত্রে দেওয়া ক্ষতিপূরণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তারা।
এখন পর্যন্ত সবচেয়ে বড় টেলিস্কোপ হলো- অ্যারেকিবো অবজারভেটরি। পুয়ের্তো রিকোতে রাখা এই টেলস্কোপটি ৩শ’ মিটার চওড়া।