Mon. Sep 15th, 2025
Advertisements

50kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: ক্রিকেট খেলায় হাত দিয়েই বল করতে হয়। ব্যাটিং করার জন্যও ব্যবহার করতে হয় দুই হাত। একটি হাতও নেই, অথচ দিব্যি চালিয়ে যাচ্ছেন ক্রিকেট খেলা! অসম্ভবই মনে হবে সবার কাছে। কিন্তু মনেপ্রাণে চাইলে কোনো কিছুই যে অসম্ভব নয়, সেটাই যেন প্রমাণ করেছেন ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশের আমির হোসেন। দুটি হাত না থাকলেও শুধু মনের জোরেই খেলে যাচ্ছেন ক্রিকেট।
ভারত যে পৃথিবীর অন্যতম ক্রিকেটপাগল দেশ, তা নতুন করে বলার কিছু নেই। জম্মু ও কাশ্মীর প্রদেশের অনন্তনাগ জেলার আমিরও ছোটবেলা থেকেই দারুণ পছন্দ করতেন ক্রিকেট খেলা। মনপ্রাণ দিয়েই খেলতেন ব্যাট-বলের এই খেলা। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় দুটি হাতই হারাতে হয় তাঁকে। অনেকেই হয়তো এ পরিস্থিতির পর আর চিন্তাই করতেন না ক্রিকেট খেলার কথা। কিন্তু অদম্য মনোবল নিয়ে অসম্ভবকেই সম্ভব করেছেন আমির। হাত না থাকলেও আমির বল করেন পা দিয়ে। ব্যাটিং করার সময় ব্যাটটা ধরে রাখেন গলা দিয়ে। দুই হাত না থাকলেও আমির তাঁর এলাকার অন্য অনেক সক্ষম মানুষের চেয়ে ভালো ক্রিকেট খেলার স্বীকৃতি পেয়েছেন।
সম্প্রতি ভালোই নজর কেড়েছে আমিরের এই অসাধারণ প্রচেষ্টা। জম্মু ও কাশ্মীর প্রদেশের প্যারা-ক্রিকেট দলের অধিনায়কও নির্বাচন করা হয়েছে আমিরকে। ভবিষ্যতে ভারতের জাতীয় প্যারা-ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার স্বপ্নও দেখেন এই অদম্য ক্রিকেটার