Mon. Sep 15th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: বাসাবাড়িতে আর গ্যাসের সংযোগ দেওয়া হবে না বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কেবল উৎপাদনমুখী শিল্পে গ্যাস দেওয়া হবে আর অন্য কোনো খাতে গ্যাস দেওয়া হবেনা বলে মন্ত্রী উল্লেখ করেন।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, ন্যাচারাল গ্যাস দেশে এক বছরের মধ্যে আসতে শুরু করবে। এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, গ্যাসের জন্য কারো কোনো অসুবিধা হবে না। তিনি আরও বলেন, বাড়ির গৃহস্থালি জ্বালানির জন্য গ্যাস সংযোগ কেউই আর কোনোদিন পাবে না। কিন্তু যে গ্যাস ব্যবহার করলে জাতির উন্নয়ন হবে, কোনো উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি পাবে, সেই গ্যাস সবাই নিরদিধায় পাবে।
এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘পাইপ লাইনে বাসাবাড়িতে গ্যাস ব্যবহারে আমরা নিরুৎসাহিত করতে চাচ্ছি। এজন্য সিলিন্ডার গ্যাসের ওপর ট্যাক্স কমিয়ে দিয়েছি। বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। গ্যাস উৎপাদন বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। যেসব এলাকায় শিল্প স্থাপন হচ্ছে শুধু সেসব এলাকায় আমরা গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছি।