খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: তাঁকে একবার দেখার জন্য মানুষ কতকিছুই না করেন। কিন্তু শুধুমাত্র তাঁর সুইমিং পুলে স্নান করার জন্য তাঁর বাড়িতে অনুপ্রবেশ এবং কাউকে কিছু না বলেই সুইমিং পুলে স্নান করতে শুরু করার ঘটনা আর কখনো ঘটেনি। এমন অদ্ভুত কাণ্ড ঘটেছিল বলেই আজও কিং খানের মনে আছে এই ঘটনাটিকে।
নিজের আগামী ছবি ‘ফ্যান’-এর প্রচারে শাহরুখ খানকে তাঁর ফ্যানের কথা জিজ্ঞেস করলে, শাহরুখ এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, বেশ কয়েক বছর আগে এক ভক্ত তাঁর বাড়িতে ঢুকে পড়েছিলেন। তাঁর ছবি তোলার বা অটোগ্রাফ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তাঁর শুধুমাত্র একটি ইচ্ছেই ছিল।
সেটি হল শাহরুখ যেই সুইমিং পুলে স্নান করেন, সেখানে একবার স্নান করা। সেই ব্যক্তিকে শাহরুখের বাড়ির প্রহরীরা ধরে ফেলে কিং খানকে জানালে, পুরো ঘটনায় খুব মজা পান শাহরুখ। তাঁর এই ভক্তকে জড়িয়েও ধরেন তিনি। সত্যি এমন বিচিত্র ঘটনাও ঘটে।