Mon. Sep 15th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: কমিটি গঠনের অনিয়মের অভিযোগ এনে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কাছে চিঠি দিয়েছে ছাত্রদল নেতারা। বৃহস্পতিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় তিনজন সহ-সভাপতি দু’জন যুগ্ম-সম্পাদক চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম চিঠিটি গ্রহণ করেছেন বলে জানা গেছে। ছয় পাতার চিঠিতে কেন্দ্রীয়সহ বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধশত ছাত্রদল নেতার নাম, পদবী ও মোবাইল নম্বর রয়েছে।
চিঠির বিষয়বস্তু হিসেবে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটি গঠনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি, স্বজনপ্রীতি, ইজম সিন্ডিকেট, আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নের কারণে সংগঠন থেকে পদত্যাগ প্রসঙ্গে।’ জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে অন্তত আরো শতাধিক নেতাকর্মী ছাত্রদল থেকে পদত্যাগের সিন্ধান্ত জানিয়ে বিএনপি চেয়ারপারসনকে চিঠি দেবেন।