Thu. Sep 18th, 2025
Advertisements

41kখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: সব আলোচনা-সমালোচনা শেষ। অবশেষে একাকিত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রীতি জিনতা। প্রীতি তার দীর্ঘদিনের বন্ধু জিনি গুডিনাফকেই বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। তারা অনেক আগে থেকেই পূর্ব পরিচিত। আর ঘোরাঘুরি না করে এপ্রিলের মধ্যে তারা বিয়ে করবেন।
প্রীতির হুবু স্বামী জিনি গুডিনাফ হলেন আমেরিকার লস এ্যাঞ্জেলেসের বাসিন্দা। তিনি ইএসএডিই খেকে এমবিএ করেছেন। ইউএসি মার্শাল বিসনেস স্কুল থেকে আইনে ডিগ্রী নিয়েছেন। তিনি একটি প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট পদেও আছেন।
প্রীতির এক ঘনিষ্ট আতœীয় জানিয়েছেন, তারা আমেরিকাতেই বিয়ে করবেন। বিয়ের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। তবে তারা বিয়ে করছেন কথাটি সত্য। মার্চ অথবা এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিকতা সারবেন। খুব অল্প কয়েক জন বন্ধু এবং আত্মীয়স্বজন নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চান প্রীতি।
ঐ আতœীয় আরও জানিয়েছেন, আমেরিকাতে বিয়ের পর মুম্বায়তে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করবে। সেখানে অভিনেত্রীর খুব কাছের বন্ধুরা দাওয়াত পাবেন। বলিউডের সেলেব্রেটিরাও পাচ্ছেন প্রীতির বিয়ে পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার সুযোগ।