Sun. Sep 21st, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: আগামী ২৬ ফেব্র“য়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত কলকাতার বাংলা ছবি ‘বেলাশেষে’।
এক প্রৌঢ় দম্পতির সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালকরা। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। ‘ঘরে বাইরে’র ৩০ বছর পর ফের একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ।
ভারতে বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়া ছবিটি বাংলাদেশেও সমান জনপ্রিয় হবে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।